আকস্মিক বন্যায় অর্ক ফাউন্ডেশন ত্রাণ বিতরন

আকস্মিক বন্যায় যখন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ সহায়-সম্বল হারিয়ে মারা যাচ্ছে তখন তাদের দুঃখ দুর্দশার দিনে তাদের পাশে দাড়িয়েছে অর্ক ফাউন্ডেশন। আজ ৪ই নভেম্বর, ২০২২ স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীদের সাহায্যে পূর্বপ্রস্তুতকৃত তালিকা অনুযায়ী চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ আরো নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার দূর্লভপুর, শাহপুর এবং উক্তিরপাড় গ্রামের মোট ২০০ টি পরিবারের দিকে মানবতার হাত বাড়িয়ে দেয় অর্ক ফাউন্ডেশন। ত্রাণ বিতরন কার্যক্রমে সক্রিয় ভূমিকায় ছিলেন সংগঠনটির এসিস্টটেন্ট সেক্রেটারী মোঃ রবিউল আলম, ইনজিনিয়াস পালমো-ফিটের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ জুবায়ের হাসান তামিম এবং ইনজিনিয়াস পালমো-ফিট (Ingenious Pulmo-FIT) টিম।

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Scroll to Top