ঢাকাস্থ গ্রীন রোড এবং ক্রিসেন্ট রোড এলাকার ১৮০ টি পরিবারের পাশে বন্ধু হয়ে দাঁড়ালো অর্ক ফাউন্ডেশন। আজ ২০ এপ্রিল, ২০২২ রোজ বুধবার অর্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল পরিবারের হাতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ক্রিসেন্ট রোডের স্থানীয় বাসিন্দা জনাব মোঃ মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় এই সকল পরিবারকে তালিকাভুক্ত করা হয়। অর্ক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসান (Professor Dr. Md. Rashidul Hassan) অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অর্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সালমা সুলতানা এবং নির্বাহী কমিটির সদস্য মোঃ রবিউল আলম। অনুষ্ঠানে সক্রিয় সহযোগীতায় ছিলেন ইনজিনিয়াস পালমো-ফিটের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ জুবায়ের হাসান তামিম এবং ইনজিনিয়াস পালমো-ফিট (Ingenious Pulmo-FIT) টিম।